Q : হযরতের কাছে জানতে ইছুক১) আমার জানা মতে ফজর ও যোহররে নামাযে ত্বিওয়ালে মুফাসসা্ল কিরাআত পড়তে বলেছে নবীজি (সাঃ)(সূরা হজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত) এই নিয়ম সারা বছরের জন্যে, কিন্তু আমার জানার বিষয় হছে এমন কোন হাদিস/সুন্নত আছে কিনা , যে রমজান মাসে ফজর নামাযের কিরাত কিছুটা ছোট হবে, বা নবীজি (সাঃ) রমজান মাসের ফজরের নামাযের কিরাত কিছুটা ছোট করতেন।২) কোন ব্যক্তি ওযু করা শুরু করলো এবং পা ধোয়ার আগে টিস্যু বা গামছা দিয়ে ওযুর পানি মুছে ফেলার পর পা ধৌত করলো, এতে ওযুর কোন সমস্যা হবে কিনা ? ৩)কোরআন শরীফের যে সূরা নামকরণ গুলো হয়েছে সেগুলো কি নবীজি (সাঃ) নিজে করেছেন কিনা যেমন ; সূরা বাঁকারা , সূরা নাস নাকি আল্লাহ্‌তায়ালা করেছেন?

A :

Sorry, this entry is only available in Bengali.