Q : আসসালামু আলাইকুম সালাম নিবেন। হযরত আপনার সাইটি খুব ভাল লাগে।কারণ এখানে অনেক কিছু শিখতে পারছি। যা আমার দ্বীন শিক্ষার ক্ষেত্রে উপকার হচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করে।১.উমরি কাযা নামাজ কি ওয়াক্ত নামাজের আগে বা পরে পরে যায়।আমি যদি পাচ ওয়াক্ত নামাজের উমরী কাযা দিনে বা রাতে যেকোনো একসাথে সবগুলো ওয়াক্তের নামাজ পড়তে পাড়ব।২.আমার লাইফে অসংখ্য ওয়াক্তের নামাজ কাযা আছে। তওবা করলে আল্লাহ সেগুলো গুণা মাফ করবে।৩.প্রসাব করতে গিয়ে অসাবধানতাবশত এক ফোটা প্রসাব পেন্টে লেগে যায় তখন যদি কাপড় পাল্টানোর সুযোগ না থাকে সে কাপড় দিয়ে কি নামাজ পড়া যাবে।

A :

Sorry, this entry is only available in Bengali.