Q : ১ ।ফরজ চার রাকাত নামাজে শেষ দুই রাকাতে কি সুরা ফাতিহা পড়তে হয় যদি আমি জামাতে নামাজ পড়ি?২। জোহর ও আসর নামাজে ইমাম তো আস্তে কেরাত পড়ে সে ক্ষেত্রে কি সুরা ফাতিহা পড়তে হবে?৩। জামাতে চার রাকাত ফরজ নামাজে আমি যদি শেষ দুই রাকাত পাই তাহলে যেই দুই রাকাত পেয়েছি সেই দুই রাকাত কি প্রথম দুই রাকাত হিসেবে গণ্য হবে নাকি শেষ দুই রাকাত আর বাকি দুই রাকাতে আমি কি শুধু সুরা ফাতিহা পড়ব নাকি সুরা ফাতিহার সাথে অন্য সুরাও পড়ব?৪।আমি নামাজ পড়তে গেলে আমার মনে হই আমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই যদিও পড়ে থাকি,সেজদা দুইটা দিলেও মনে হই একটা দিছি,এক সুরা বার বার পড়ি মনে হই ভুল হইচে,নামাজ এর সুরুতে বিসমিল্লাহ পড়লেও মনে হই পড়ি নাই এই সব কারনে আমার নামাজ পড়তে অনেক সময় লাগে এই ক্ষেত্রে আমার কি করনীয়? আর এই সমসসার সমাধান কি?৫।নামাজের প্রথম রাকাত যদি আমি যাওয়ার আগেই শুরু হয়ে যাই সে ক্ষেত্রে কি আমি নামাজের পুরা নিয়ত করে নামাজ শুরু করবো নাকি হাত তুলে নিওত না পড়ে হাত বাদব আর সে সময় কি সানা পড়া লাগবে?

A :

Sorry, this entry is only available in Bengali.