Q : অাসসালামু অালাইকুম। অামাদের একজন কলিক আছেন যে আমার সহকর্মী। সে প্রায় সময়ই হোটেলে যায় মেয়ে ভোগ করার জন্য। সে বলে ইসলামে নাকি এমন কি নিয়ম আছে যার দ্বারা কোন মেয়েকে কোন উপহার দিলে সেই মেয়ে এক রাত বা সাময়িক সময়ের জন্য হালাল হয়। এমনকি কোরআনের একটি আয়াত ও নাকি আছে যেটা সে আমাকে শুনিয়েছে। সে বলে হুজুররা এটা নাকি গোপন রাখে কোন এক কারণে। আমার প্রশ্ন তাহলে হুজুররা নিষেধ করে কেন? এতে তাদের কি লাভ? এটাকি সঠিক নাকি মিথ্যা তার মন গড়া বানানো? যদি এমন হয় বা এধরণের কোন শর্তের ভিত্তিতে যদি কোন মেয়েকে অল্প সময়ের জন্য হালাল করা যায় তবে কি ভাবে? এর নিয়ম কানুন কি কি? জানালে উপকৃত হব।

A :

Sorry, this entry is only available in Bengali.