Q : হুজুর সালাম নিবেন। আমার মায়ে একটি কোরআন শরীফ ছিলো। যার ভিতরে অনেক চিহ্নের জন্য দেয়া কাগজ ছিলো। যেমন সুরা ইয়াসিন, আর রাহমান ইত্যাদি চিহ্নিত করার জন্য দেয়া হয়েছিলো। তো এগুলো পুরাতন হয়ে যাওয়াতে আমি সেগুলো জানালা দিয়ে ফেলে দিয়েছি। পরে মনে হলো কাজটি কি ঠিক করলাম। কারণ কাগজ গুলো তো অনেক দিন কোরআন শরীফে ছিলো। আবার এটাও মনে করলাম যে এগুলো যতক্ষণ কোরআনের সাথে লাগা ছিলো ততক্ষণ দামি ছিলো এখন ফেলে দেয়াতে তো সাধারণ কাগজ হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি খটকা লাগছে তাই সমাধান আশা করছি। যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.