Q : আসসালামু আলাইকুম।হযরত আমি আমার ছেলের আকিকা এখনো করি নাই। তাই এখন আকিকা করতে আগ্রহি। যেহেতু এটা আমার উপর ছেলের হক। প্রশ্ন ১: আমার ছেলে সোমবার হওয়াতে আকিকা রবিবার করতে চাচ্ছি এটা সহি আছে কি?প্রশ্ন ২: আমি চাচ্ছি আকিকা করে দুইটি অথবা একটি খাসি জবাই করে এর কাঁচা গোশ্ত বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দিতে এবং সামান্য কিছু তার নানির বাড়ি ও সামান্য কিছু আমাদের বাড়িতে পাক করে আশে পাশের বাড়িতে কিছু কিছু তরকারি দিয়ে দিতে এবং অবশিষ্ট তরকারীর অল্প কিছু নিজেরা খেতে। এই পন্থা ঠিক আছে কি? কারণ আমি চাচ্ছি যেহেতু আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো এবং হাফেজ আলেম বানাতে চাই তাই অনেক মাদ্রাসায় তার আকিকার গোশ্ত পৌছাক যাতে করে অনেক বরকত হাসিল হয়। অনেক ওস্তাদ তার আকিকার গোস্ত খাওয়ার দ্বারা খুশি হয়, যা তার জন্য দোয়ার কাজ করবে। যেটা তার মকবুলিয়াতের ওসিলা হবে। কারণ আশে পাশের মানুষ ও আত্মীয় স্বজনরাতো তেমন দ্বীনদার নয়। তাই আমি চাই আমার সন্তানের আকিকার গোস্ত অাল্লাহ তা’য়ালার দ্বীনদার বান্দারা ভোগ করার মাধ্যমে খুশি হোক। যা আমার সন্তানের জন্য অধিক বরকতে কারণ হবে। এখন আপনার পরামর্শ একান্ত কাম্য।

A :

Sorry, this entry is only available in Bengali.