Q : আসসালামু আলাইকুম।১. ফজরের সময় ঘুম থেকে উঠে অযু করে এসে যদি দেখি সূর্যোদয় হতে আর ৩/৪ মিনিট সময় আছে তাহলে কী করব? সুন্নত পড়তে গেলে ফরজ ছুটে যাবে, আর ফরজ পড়তে চাইলে সুন্নত ছেড়ে দিতে হবে। এই পরিস্থিতিতে করণীয় কী?২. রাতে ইচ্ছাকৃতভাবে বিতরের সালাত পড়িনি। পড়ে পড়ব, এ রকম ভেবে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে যদি দেখি সূর্যোদয় হতে যেই সময় আছে তাতে শুধু ফজরের সালাত পড়া যাবে। বিতরের সলাত কাযা পড়তে গেলে ফজর ছুটে যাবে। এমতাবস্থায় কী করবো?৩. রসূল (স) বলেছেন, এশার পর তারাতারি ঘুমিয়ে যেতে। যাতে ফজরের সালাত কাযা না হয়। কিন্তু বর্তমানে আমাদের সমাজের সিস্টেম এ রকম হয়ে গেছে যে, রাত ১২ টা ১ টার আগে আমরা ঘুমাই না বা বিভিন্ন কাজের কারণে তারাতা‌রি ঘুমাতে পারিনা। যার দরুণ মাঝে মাঝে ফজরের সময় উঠতে পারিনা। এখন প্রশ্ন হল, ইচ্ছাকৃত এভাবে দেরিতে ঘুমানোর কারণে যদি ফজরের সময় উঠতে না পারি তাহলে কি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে? নাকি আমরা ওই হাদীসের আওতায় পরব, “যদি কেউ ঘুমিয়ে থাকে বা নামাজের কথা স্বরণে না থাকে…..”

A :

Sorry, this entry is only available in Bengali.