Q : আসসালামু আলাইকুম… আমি একজন অত্যন্ত বিপদ্গ্রস্ত নারী। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবেন।আমি যখন কম বয়সী, আমার একজনের সাথে গভীরভাবে পরিচয় হয়। সে আমাকে বিবাহের প্রস্তাব দেয় এবং আমাকে আল্লাহ্‌ ও রাসূলের কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেইলও করে। বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। পরে বাসায় জানিয়ে বিয়ের ব্যবস্থা করবো… এরপর কাজি অফিসে আমাদের বিয়ে হয়, যেখানে রেজিস্ট্রেশন করা হয় এবং কাবিন নামার কপিতে ঐ লোকের নাম সম্পূর্ণ ভুল আসে। কিন্তু সে বলে, বিয়ে সহীহ। এরপর আমার সাথে ঘনিষ্ঠ হয়। বিয়ের পর থেকেই আমাকে ভয়াবহ মানসিক নির্যাতন করে শুধু এই কারণে যে আমি দেখতে অসুন্দর… বিয়ের ২ বছর হওয়ার কিছুদিন পরে সে আমাকে মৌখিকভাবে তিন তালাক দেয়। এবং পরদিন এসে ক্ষমা চেয়ে আবার ঘনিষ্ঠ হয়। এরপর সে গায়েব হয়ে যায়- বিয়ে করে অন্য মেয়েকে। এখন তাই সে সুখেই আছে। আমি এই ব্যক্তির কাছে ফেরত যেতে চাই না। কিন্তু আদৌ জানিনা, আমার কি ঐ ব্যক্তির সাথে বিবাহ শুদ্ধ হয়েছে? বিবাহ শুদ্ধ হলেও কি তালাক শুদ্ধ হয়েছে? তালাকের পর যে ঐ ব্যক্তি আমাকে মিথ্যা বুঝিয়ে আবার ঘনিষ্ঠ হয়েছিলো, তাতে আমার দ্বারা কি ব্যভিচার হয়েছে? তাহলে আমি কি করতে পারি? আলেম বলেছেন, যেহেতু আমার অভিভাবকরা কেউ এই বিয়ের ব্যাপারে জানতেন না, তাই বিবাহই শুদ্ধ হয়নি এবং তালাক হওয়ার তো কথাই নেই! এখন আমি কি করবো?ঐ কাবিননামা পুড়িয়ে ফেলা হয়েছে। আমার কাছে কোনো প্রমাণ নেই এবং আমি দেনমোহর বাবদ কয়েক লক্ষ টাকা- তাও পাইনি। এদিকে বাসায় সবাই বিয়ে দিতে চাচ্ছে, শুধুমাত্র এই সমস্যার জন্য আমি বিয়েতে মত দিচ্ছি না। আমি এই ঘটনা কি আমার ভবিষ্যৎ স্বামীর কাছে বিয়ের আগেই খুলে বলব? না বললে কি উনাকে ধোঁকা দেওয়া হবে? আলিম সাহেব, আমি যে কাউকে ধোঁকা দিতে চাইনা। আবার মনেও জোর কম। বিয়েটা ৮ বছর আগের ঘটনা, আর তালাক হয়েছে ৬ বছর… এই পুরো সময় ধরে অত্যন্ত দুঃখ আর দুর্দশায় জীবন কাটাচ্ছি… প্রতি মুহূর্তে হতাশায় মৃত্যু কামনা করতাম এক সময়ে। এখন একটু স্থির হয়েছি। আমাকে একটু সঠিক পথ বলে দিন। আমার কি করা উচিৎ? জাঝাকাল্লহ।

A :

Sorry, this entry is only available in Bengali.