Q : আসসালামু আলাইকুম।এক ব্যাক্তি আমাদের কোম্পানিতে ৩০০০০০/- (ত্রিশ লক্ষ) টাকা দিয়ে রেখেছে। তিনি এই টাকায় কাঁচামাল ক্রয় করে তা দ্বারা যে পণ্য উৎপন্ন হয় তা বিক্রয় করে যে লাভ হবে তা থেকে লভ্যাংশ নেয়ার নিয়তে এই টাকা দিয়ে ছিলেন। কিন্তু কোম্পানি তাকে প্রথম থেকেই ৪০০০০/- (চল্লিশ হাজার) কখনো ১ হাজার বেশি কখনো ১ হাজার কম করে দিয়ে থাকে। এখন যে ব্যাক্তি কাচামাল কিনতে দিয়েছে সে তো আর ফ্যাক্টরীতে আসেনা এবং সে জানেও না কি হচ্ছে। এটা কি তার জন্য সুদ হবে না নিয়্যতের কারণে সহি হবে। জানালে উপকৃত হব।

A :

Sorry, this entry is only available in Bengali.