Q : হুজুর আসসালামু আলাইকুম।হুজুর আমার ইদানিং এই প্রশ্নগুলো মনে আসছে।হুজুর খুব টেনশন হচ্ছে।আশাকরি উত্তর দিবেন।১/আমি জানি আল্লাহ সবকিছুর খালিক এবং মালিক।তো আমার মনে প্রশ্ন আসছে তবে কি আল্লাহ জগতের সব মন্দ কাজেরও খালিক এবং মালিক?যেমন কুফর, শিরক,সমস্ত রকমের কুফুরী, শিরকী কাজ এসব কিছুরও সৃষ্টিকর্তা আল্লাহ? এসব কিছুর মালিকও তিনি?এসব প্রশ্ন আমার মনে কিছুদিন যাবত আসছে।এ ব্যাপারে আমি কি বিশ্বাস করব নাকি চুপচাপ থাকব? আমার শুধু মনেহয় এগুলো না বিশ্বাস করলে ঈমান থাকবে না আবার মনে হয় এসব বিশ্বাস করলে শিরক হতে পারে। এক্ষেত্রে আমার করণীয় কি?২/এই ধরনের নানা রকম প্রশ্ন ইদানিং আমার মাথায় আসছে।এগুলো কি আমি জানার জন্য সবসময় আলেমদের প্রশ্ন করব নাকি প্রশ্ন করব না?কারন ইসলাম এ কোন কোন ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করা নিষেধ করা হয়েছে।৩/উক্ত ধরনের প্রশ্ন আসলে আমি বলি এবং বিশ্বাস করি এভাবে যে “এসব ব্যাপারে আল্লাহ ও তার রাসূল যা বিশ্বাস করতে বলেছেন আমি তাই বিশ্বাস করলাম”।এতে কি আমার উক্ত বিষয়গুলো সম্পর্কে কোরআন ও হাদীসে যা আছে তার প্রতি বিশ্বাস করা হয়ে যাবে?হুজুর উত্তরটা ওয়েবসাইটে না দিয়ে ই-মেইলে দিয়েন।তানাহলে এসব প্রশ্ন দেখে অনেক পাঠকের মনেও ওসওয়াসা শুরু হতে পারে।

A :

Sorry, this entry is only available in Bengali.