Q : অাসসালামু আলাইকুম। হুজুর আমার বাচ্চার বয়স ৬ বছর। সে তার পাশের বাড়ির অন্যান্য বাচ্চাদের টিভি, কম্পিউটার ইত্যাদি চালাতে দেখে সে ও চালাতে চায়। তাই যখন সে বিরক্ত করে বা কম্পিউটার দেখতে চায় তখন তাকে আমার বাসার কম্পিউটারে প্রাণিদের ভিডিও দেখাই। যেটা জিও গ্রাফি চ্যানেলে দেখানো হয়। এতে করে আমার বাচ্চা প্রাণিদের নাম, তাদের আচরণ, হিংস্রতা ইত্যাদি বিষয়ে শিখতে পারে এবং অন্যন্য ভিডিও যেমন কার্টুন, নাটক, গান, মুভি ইত্যাদি দেখা থেকে বিরত থাকে। তার কাছে প্রাণির দেখাই এখন পছন্দের। যেহেতু বর্তমানে অশ্লিল গান ও ভিডিওর ছড়াছড়ি তাই ওগুলা থেকে বাচানোর জন্য মাঝে মাঝে যদি প্রাণির ভিডিও দেখাই তবে তা ইসলামের দৃষ্টিতে এবং আমার ছেলের ভবিষ্যতের জন্য কেমন প্রতিক্রিয়া করবে জানালে উপকৃত হব। আর আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো বলেও নিয়ত করেছি। এজন্য তাকে অন্যান্য বাচ্চাদের সাথে বেশি মিশতে দেই না। কারণ তারা আমার ছেলেকে খারাপ করে ফেলতে পারে। আশা করি সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন।

A :

Sorry, this entry is only available in Bengali.