Q : আস্সালামু আলাইকুম, ভিডিও হারাম সম্পর্কে জানতে চাই:আহলে সুন্নাত ওয়াল জামআত পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে ২৬ জানুয়ারী ২০১৮ইং তারিখে মুফতি মনসুরুল হক (দা:বা:) এবং মাহমুদুল হাসান (দা:বা:) বয়ান করেন, কিন্তু তার আগেও ভিডিও করা হচ্ছিল, কিন্তু তারা আসার পর ভিডিও বন্ধ রাখেন এবং তারা বলেন ভিডিও করা হারাম। কিন্তু তার কিছুক্ষন পরই খতীবুল হিন্দ আল্লামা সালমান বিজনূরী সাহেব, মুহাদ্দিস, দারুল উলুম দেওবন্দ, ভারত বাদ মাগরিব বয়ান করেন কিন্তু তখন আবার ভিডিও করা হয়। তিনি যদি হারাম মনে করতেন তাহলে তো ভিডিও করা বন্ধ করতেন কিন্তু তিনি তা করেন নি।যেখান থেকে দক্ষিণ এশিয়ায় ইসলামের প্রচার-প্রসার হলো তাদের এবং বাংলাদেশের কওমী মাদ্রাসার মুরুব্বীদের সাথে এরকম ব্যবধান কেন? যদি জায়েজ নাজায়েজ হতো তাহলেও চলতো (হাদিস অনুযায়ী দুজনই সওয়াব পেত), কিন্তু কথা হচ্ছে হারাম নিয়ে। আশা করি আপনি উহার সঠিক সমাধান দিবেন, যাতে করে আমি হারামকে হারাম এবং হালালকে হালাল মেনে চলতে পারি। জাজাকাল্লাখায়ের।

A :

Sorry, this entry is only available in Bengali.