Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:-১/হযরত অন্তরে নিয়ত করলাম কাউকে টাকা বা কিছু দান করবো কিন্তু দেখা গেলো যাকে দিবো বা যেখানে দিবো এরচেয়ে জরুরী অন্য আর একজন এর তখন কি এই দান টাকা বা কিছু জিনিস অন্যকে দেওয়া যাবে নাকি প্রথমে যাকে দিবো নিয়ত করছি এখানে দেওয়া লাগবে?২/হযরত নামাজ যদি জামাতে একরাকাত/দুইরাকাত না পাই তাহলে কি ইমাম সালাম ফিরানোর পর স্বাভাবিক দুই রাকাত যেভাবে পড়তাম সুরা মিলিয়ে সানা পড়ে ওভাবে পড়বো?আর তাশাহুদ বৈঠক কি দুই রাকাত সুরা মিলানো শেষে পড়বো নাকি একরাকাত পর বসবো?৩/হযরত আমার আর একটা প্রশ্ন হলো আমার ডান দিকে বেশী নামাজ পড়তে ভালো লাগে, মসজিদ তো আল্লাহ ঘড় পুরোটাই! এই যে বাম দিকে আমি কম পড়তে চাই?এতে আমার গুনাহ হবে?মানে আমি প্রায় ডান দিক বেশী প্রাধান্য দেই মসজিদে?এই যে এক দিক কে বেশী থাকা এটা কোনো আদব বরখেলাফ হবে?জাযাকাল্লাহু খায়রন ফিদ দারাইন

A :

Sorry, this entry is only available in Bengali.