Q : আস্সালামু আলাইকুম,রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে, যারা নবীও নয়, শহীদও নয়। কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের ওপর ঈর্ষা করবেন। মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘হে আল্লাহর রাসুল! তারা কারা?’ জবাবে তিনি বলেন, ‘তারা সেসব লোক, যারা কেবল আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে। তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক, নেই কোনো ধনসম্পদের সম্পর্ক। (কেয়ামতের দিন) তাদের চেহারা হবে নুরানি (উজ্জ্বল)। তারা নুরের মিম্বরের ওপর থাকবে। যখন মানুষ ভয় পায়, তখন তারা ভয় পাবে না। যখন মানুষ দুঃখ পায়, তখন তারা দুঃখ পাবে না।’তারপর রাসুলুল্লাহ (সা.) ১০:৬২ আয়াত পাঠ করেন। (আবু দাউদ, তাফসির ইবনে কাসির, তাফসিরে মুনির)১) কাদেরকে ভালবাসতে হবে ?২) উপরোক্ত হাদিসটির উপর আমল করতে হলে বর্তমানে কি কি করতে হবে?

A :

Sorry, this entry is only available in Bengali.