Q : আসসালামু আলাইকুম,মাননীয় মুফতী সাহেব দা. বা. অনেক দিন যাবৎ আমার মনে বর্তমানের ‘ইসলামী সংস্কৃতিক সংগঠন’গুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো হল-১. বর্তমানে দেখা যায় প্রায় সব শিল্পীগোষ্ঠীর অধিকাংশ সংগীত- গান নকল করে করা হয়। এর শরীয়তসম্মত হুকুম কী?২. সংগীত চলাকালে দেখা যায় পাশ থেকে অন্য একজন “আল্লাহ আল্লাহ” বলছে; যেটা ঢোলের আওয়াযের মত শোনা যায়। এর হুকুম কী?৩. বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এরা সংগীতের ভিডিও করার আগে মুখে “মেক-আপ” করে নেয়। এর হুকুম কী?৪. সংগীতকে হৃদয়গ্রাহী করতে এরা দাড়িবিহীন ছেলেদের দ্বারা সংগীত করায়। এমনকি দাড়িবিহীন ছেলেদেরকেও এরা “মেক-আপ” করিয়ে _ সংগীতের ভিডিও করে। এর হুকুম কী?আশা করি, খুব দ্রুত এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে উপকৃত করবেন।

A :

Sorry, this entry is only available in Bengali.