Q : আসসালামু আলাইকুম,আমার মা খালা ৫ জন এবং একজন মামা। আমার নানা নানী মারা যাওয়ার পর যখন খালারা ওয়ারিশের সম্পত্তি নিতে চাইলো তখন আমার মামা ইমোশনকে টেকনিক হিসেবে ব্যবহার করে। তিনি মা খালাদের সাথে ঠিক মতো কথা বলেন না তাদের বাড়িতে যান না এবং এলাকার মানুষদের দিয়ে বলবলি শুরু করেন যে বাপের বাড়ির সম্পদ কি মেয়েরা কখনো নেয়। পরবর্তীতে লজ্জায় আমার মা এক বিঘা এবং আমার এক খালা ১০ শতাংশ জমি মামাকে লিখে দেয় কিন্তু অন্য খালারা কিছু দেয়নি। এখন আমার মা আবার সর্বশেষ এক বিঘা জমি মামাকে লিখে দিতে চাচ্ছে। আমার মায়ের কথা হলো “আমি বাপের বাড়ির সম্পত্তি নিতে পারবোনা। বাপের বাড়ির সম্পত্তি নিলে মানুষ আমার দুর্নাম করবে।” এখন আমার প্রশ্ন হলো আমি তার সন্তান আমাকে না দিয়ে তার ভাইকে জমি এভাবে লিখে দিচ্ছে এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু ঠিক হচ্ছে একটু জানাবেন?

A :

Sorry, this entry is only available in Bengali.