Q : আসসালামু আলাইকুম। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম তুমি নামাজ পড়েছ? সে বলল না। তাকে বললাম তুমি কি কাফের?মুসলমান আর কাফেরের মধ্যে পাথক্য হল নামাজ।প্রশ্ন:-1 তুমি কি কাফের? স্ত্রীকে একথা বলায় কি স্বামী স্ত্রীর সম্পর্কে কোন সমস্যা হয়েছে? প্রশ্ন-2: আমার ছোটখাট একটি কম্পিউটার কম্পোজ, প্রিন্টিং ও ইন্টারনেট কাজের দোকান রয়েছে সাথে ট্রেনিংও যুক্ত করতে চাই। দোকানের নাম মা কম্পিউটার। আমাদের মার্কেটে মা নামে 3টি কম্পিউটারের দোকান রয়েছে। মা কম্পিউটার, মা এন্টারপ্রাইজ, মায়ের দোয়া মাল্টিমিডিয়া সেন্টার। এছাড়া মা নামে চায়ের দোকান ও ঔষধের দোকান রয়েছে।তাই আমার দোকানটি আলআমিন কম্পিউটার দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আমার মা তো বেচে নেই। মা নামে দোকান শুরু করেছি এখনকি পাল্টানো ঠিক হবে।এতে কি মাকে অবহেলা করা হবে না।আমার নামে কি দোকানের প্রসার হবে? প্রশ্ন-3: আমার নিজের নামে করা বিকাশ একাউন্টে সমস্যা রয়েছে তাই ব্যবহার করতে অসুবিধা। আমার ছোট ভাইয়ের আইডি কাড দিয়ে তার নামে বিকাশ খুলে, ইন্টারেস্ট বন্ধ করে দিয়ে আমি কি লেনদেন করতে পারব? একাউন্ট খোলা কি ঠিক হবে? জানালে খুশি হব।

A :

Sorry, this entry is only available in Bengali.