Q : আসসালামু আলাইকুম। হযরত আমি আমার ছেলের আকিকা নিয়ে খুব চিন্তিত অাছি। যদি আল্লাহ তা’য়ালা না করুন হঠাৎ যে কোন সময় মারা যাই তবে আমার ছেলের একটি হক আমি আদায় করে যেতে পারলাম না। কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে আমি হালাল ভাবে ২টি খাসি ক্রয় করে যে আকিকা করবো এই টাকা আমি জোগাড় করতে পারি নাই। ব্যবসায়ের অনেক টাকা আমার কাছে আছে কিন্তু সেটা আমার টাকা না বরং এর মালিক আমার মামা। তাই আমার জানার বিষয় যাদের ২টি খাসি কেনার সামর্থ নেই তারা কিভাবে আকিকা করবে? অনুগ্রহ করে জানাবেন। যদি অন্য কোন হালত বা সুরত থাকে যেটা আমি প্রশ্নে উল্লেখ করতে পারি নাই তবে সঙ্গত মনে করলে সেটাও বলে দিলে সহজ হবে। যাযাকাল্লাহু খাইর ফিদ দারাইন।

A :

Sorry, this entry is only available in Bengali.