Q : আসসালামু আলাইকুম।আমাদের সমাজে নবী-রাসূল বা ওলিদের ব্যাপারে কিছু ঘটনা প্রচলিত আছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই সব ঘটনা অতিরঞ্জিত এবং বানোয়াট মনে হয়। বিভিন্ন মাহফিলেও বক্তাদেরকে ঘটনাগুলি বলতে শোনা যায়। নিচে প্রশ্নগুলি দেওয়া হল। ১. মুসা (আ) এর রূহ কবজ করতে এসে আজরাঈল (আ) তাকে সলাম না দেওয়াতে মুসা (আ) এক থাপ্পড়ে আজরাঈল (আ) এর কান বয়রা করে ফেলেছিল।২. ইমাম আবু হানিফা (রহঃ) এক অযু দিয়ে চল্লিশ বছর নামাজ পড়েছেন। এবং তিনি মহান আল্লাহ তায়ালাকে একশ কত বার নাকি স্বপ্নেও দেখেছেন।৩. হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) কবরের মধ্যে নাকি মুনকার-নাকির ফেরেশতাদের আটকে রেখেছিল। কারণ, তারা তাকে প্রশ্ন করার সময় সালাম দিতে ভুলে গেয়েছিল। ৪. নবী আইয়ুব (আ) এর শরীরে পোকা ধরেছিল। তাই তাকে লোকলয় ছেড়ে জঙ্গলে গিয়ে থাকতে হয়েছিল। এ সময় তার স্ত্রী নিজের চুল বিক্রি করে তার জন্য খাবার যোগাড় করেছেন।৫. চিংড়ি মাছ হল হযরত আইয়ুব (আ) এর গায়ের পোকা। তাই তা খাওয়া মাকরূহ।উপরের ঘটনাগুলি কতটুকু সত্য? জানালে উপকৃত হই। :এক সাথে বেশি প্রশ্ন করার জন্য দুঃখিত।

A :

Sorry, this entry is only available in Bengali.