Q : অাস্ সালামুঅালইকুম জনাব,আমাদের মার্কেটের ভাড়াটিয়ার সাথে একটি নির্দিষ্ট রেটে চুক্তি করে বিদ্যুৎ বিক্রয় করে থাকি । বিদ্যুৎ বিল ভাড়াটিয়ারা আমাদের সময়মত চুক্তির দিতেপারে না এই দিকে মূল বিদ্যুৎ অফিসে সময়মত না দিতে পারলে জরিমানা আদায় করে । সর্বমোট ভাড়াটিয় ৫ জন তার মধ্যে ৪জন বিল দেয় বাকি একজন না দেওয়ায় তার টাকা আমরা পরিশোধ করে বিদ্যুৎ অফিসে জমা দিয়ে দেই এত জরিমানা হয় না । এখন বিদ্যুৎ অফিসের যে জরিমানা ধরত, যে সময়মত টাকা দেয়নি তার কাছে চাইলে সে বলে তা দেওয়া এবং নেওয়া যায়েজ নাই। এই বিষয় জনাবের নিকট জানতে চাই ।

A :

Sorry, this entry is only available in Bengali.