Q : যদি ইমাম সাহেবে কুরআনের তাফসির করার সময় তার সামনেই ষ্টান লাগিয়ে তার তাফসিরের ভিডিও করা হয় তবে তার পিছনে নামাজ পড়া যাবে কি? যদি না যায় তবে আমরা কি করবো। কারণ বর্তমানে আমার নামাজের তিনটি স্থান রয়েছে। দুটিতে ইমাম সাহেব ইউটিউবের ভিডিও দেখেন। নিজেরাও ছবি তোলেন আর একটিতে ইমাম সাথে ভিডিও দেখেন এবং তাফসিরের সময় তার ভিডিও রেকড করা হয়। এতে আমি জামাতে নামাজ পড়া নিয়ে ভালো সংসয়ে পড়ে গেছি। আমাদের মার্কেট থেকে অনেক দূরে একটি মসজিদ আছে যেখানের ইমাম সাহেব ইউটিউ বা ভিডিও ইত্যাদি পছন্দ করেন না এবং নিজেও অহেতুক ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকেন। কিন্তু অতদূরে গিয়ে জোহর, আসর, মাগরিব ও এশা পড়তে গেলে এদিকে দোকানের মালিক রাগ করেন। কারণ পাশেই নামাজের জামাত হয় আমাকে কেন এতদূরে যেতে হবে? আসলে বর্তমানে ছবি এত ব্যপক হয়েছে যে, সাধারণ মানুষকে এটি যে একটি গুনাহ তা বুঝানোই মুশকিল। কারণ তাদের একটিই কথা এত বড় বড় আলেমরা, চরমনাই সহ আরো অনেক আলেম যাদেরকে হক মনে করা হয় তারাও নিদিধায় তাদের ওয়াজের ভিডিও করে যাচ্ছেন। এক্ষেতে আমাদের করণীয় কি? বিশেষ করে আমি যদি জামাতে নামাজ পড়তে চাই আর আমার সব সময় অতদূরে যাওয়া সম্ভব না হয় তবে কি পাশের ইমামদের পিছনেই নামাজ পড়বো নাকি একা একা পড়ে নিব। বিষয়টি মহব্বতের সাথে বিস্তারিত বুঝিয়ে লিখলে উপকৃত হব।

A :

Sorry, this entry is only available in Bengali.