Q : আসসালামু আলাইকুম। হযরত আশা করি ভালো আছে। হযরত আমি আমার মামার সাথে (যিনি অস্ট্রিয়াতে থাকেন এবং আমাকে নিতে চেয়ে ছিলেন) ডি.ও এর ব্যবসা করতে চাই। সম্পূন পুজিঁ তিনি দিবেন। আমি তার হয়ে সব করে দিবো বিনিময়ে ব্যবসায় যা লাভ হবে তার একটি অংশ আমাকে দিবেন।ডি.ও এর ব্যবসাটি হচ্ছে : যেমন ফ্রেশ কম্পানি থেকে চিনি অথবা তেলের দাম যখন কম থাকে তখন তার ডি.ও কিনে রাখা । যেমন ২৫০০০০/- টাকা দিয়ে এক গাড়ী চিনি কিনে রাখলাম। যখন আমি চাইবো তাদের কাছ থেকে চিনি নিয়ে আসতে পারবো। যখন দাম বাড়বে তখন ডি.ও এর কাগজটি তাদের কাছে অথবা যে কোন বড় দোকানেও বিক্রয় করা যায়। দাম সব সময় বাড়ে এমন নয় অনেক সময় লসও হয়।প্রশ্ন ১। এভাবে তার সাথে ব্যবসা জায়েয হবে কি?প্রশ্ন ২। ডি.ও এর ব্যবসা কি জায়েয হবে? প্রশ্ন ৩। যদি নগদে ডাল বা অন্য কোন পণ্য ক্রয় করে গুদাম জাত করে রেখে দিয়ে দুই এক মাস পর দাম বাড়লে তা বিক্রি করি তবে এভাবে ব্যবসা করা যায়েয হবে কি?উল্লেখ্য : সকল খরচ মামা দিবে। আমি শুধু শ্রম দিবো।

A :

Sorry, this entry is only available in Bengali.