Q : আসসালামু আলাইকুম১.ছেলে তার বাবার দেয়া 2 ফ্ল্যাটের একটিতে বাস করে,অন্যটি ভাড়া দেয়। যার এখন মূল্য প্রায় 2 কোটি টাকা। ছেলে মাঝারি ধরনের চাকরি করে এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে সংসার চালায়।মাস শেষে সঞ্চয় হয়না।গত 17 বছরে এইভাবে হালাল ইনকামের সঞ্চয় 2-3 লাখ টাকা হবে।যা কম-বেশি হয়। উনার যাকাত-ফিতরা-কোরবানী-হজ্জ্বের হুকুম কি?২. যদি এই ছেলের যদি শেয়ারে 2-3 লাখ টাকা খাটানো থাকত যা লসে থাকার কারণে বিক্রি করতে পারত না।তাহলে উপরোক্ত বিষয়ে হুকুম কি হত?৩.যদি ছেলের হাতে দামি মোবাইল, ঘরে দামি টিভি, ফ্রিজ থাকে, বাবার বা অফিসের গাড়িতে চলাচল করে, ছেলে-মেয়েকে দামি স্কুলে পড়ায়, তাহলে উপরোক্ত বিষয়ে কি হুকুম হবে?৪ কোনব্যক্তির সঞ্চয় খুব ভালো, কিন্তু ভাড়া বাড়িতে থাকে, গাড়ি দরকার কিন্তু নেই, ঘরে ভালো ফার্নিচার বা আসবাবপত্র নেই। যা ব্যক্তি আগে হজ করবে নাকি উপরোক্ত প্রয়োজন মিটাবে।

A :

Sorry, this entry is only available in Bengali.