Q : মনে করেন জামাল কামাল ২ ভাই। জামাল বড় আর কামাল ছোট। জামাল তার স্ত্রী নিয়ে ১৫ বছর সংসার করেছে। ইতিমধ্যে ছোট ভাই কামাল তার বড় ভাই এর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে কোর্ট এ গিয়ে বিবাহ করে। এবং ২ বছরের মত সংসার করে। এমন সময় ছোট ভাইএর থেকে আরো এক সন্তান হয়। এটা জানার পর বড় ভাই আপোষ এ লোক জন ডেকে ঘেন্নায় বউকে তালাক দেয়। এখানে উল্লেখ্য বড় ভাই জামাল ইতিপূর্বে তার বউকে কোন প্রকার তালাক দেয়নি। বরং সে ফিরে আসার অপেক্ষা করেছে। এখন প্রশ্ন হল১. ১ম স্বামী থেকে কোন প্রকার তালাক না নিয়ে তার ২য় বিবাহ শুদ্ধ হয়েছে কিনা? ২. যদি ছোট ভাইএর সাথে হওয়া বিবাহ শুদ্ধ না হয় তবে সন্তান কার বলে গন্য হবে? এখন বড় ভাই তালাক দিয়ে দিচ্ছে, এমতাবস্থায় তাদের ছোট ভাই তাকে নিয়ে সংসার করতে চায় তাহলে কি আবার বিয়ে করে নিতে হবে? তাদের কথা হল ভুল তো হয়েই গেছে এখন সমাধান কি?

A :

Sorry, this entry is only available in Bengali.