Q : আস্সালামু আলাইকুম, নিচের হাদিসটি কি সব সলাতের জন্য প্রযোজ্য (যেমন: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এবং জামাতে সলাত আদায় করা অবস্থায়)? একদিন ওছমান বিন আবুল আছ (রাঃ) রাসূল (ছাঃ)-কে বললেন, ‘হে আল্লাহর রাসূল!শয়তান আমার এবং আমার ছালাত ও ক্বিরাআতের মাঝে প্রতিবন্ধকতা এবং ছালাতে সন্দেহ সৃষ্টি করে। রাসূল (ছাঃ) বললেন, এ শয়তানটিকে খিনযাব বলা হয়। যখন তুমি এর প্ররোচনা বুঝতে পারবে, আল্লাহর কাছে পানাহ চাইবে এবং বাম দিকে তিনবার থুক মারবে। তিনি বলেন, আমি এমনটি করেছি, আল্লাহ তাআলা আমার থেকে শয়তানের ওয়াসওয়াসা দূর করে দিয়েছেন।[মুসলিম হা/২২০৩; ]

A :

Sorry, this entry is only available in Bengali.