Q : অাসসালামু অালাইকুম। হুজুর অামার প্রশ্ন আমি ছোট কাল থেকেই রোজা রাখছি বলে মনে হয়। তবে মাঝে মাঝে সন্দেহ হয় যে, আমি কি ঠিক ১৪ থেকেই রোজা রেখেছি? নাকি ১৪ পর ও দুই এক বছর পর থেকে রেখেছি। আমার সঠিক মনে নেই। অনেক চেষ্টা করেছি মনে করতে পারি নাই এবং আব্বা আম্মাকেও জিজ্ঞাসা করেছি তারা বলতে পারেনা। তবে নামাজ ১২ বছরের মধ্যেই শুরু করেছি বলে মনে আছে। কারণ ২০০০ সালে সবাই বলে ছিলো পৃথিবী ধ্বংস হবে তাই তখন থেকে নামাজ শুরু করি। তখন আমার বয়স ১২ বছর। তবুও মাঝে মাঝে সন্দেহ হয় নামাজ ও কি দুই এক বছর বাদ গেল কিনা? আমার প্রশ্ন এখন কি করবো। গত দিন একটি রোজা রেখে ছিলাম। কিন্তু মনে হলো আপনাকে জিজ্ঞাসা করে নিই। রোজা এই নিয়তে রেখে ছিলাম যে, জীবনে যতগুলো ফরজ রোজা বাকী আছে তার প্রথমটা আদায় করছি। আমার প্রশ্ন এভাবে নিয়ত ঠিক আছে কি?

A :

Sorry, this entry is only available in Bengali.