Q : মুহতারাম আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফিরদাউস আমার বিবাহ হয় ২০০২ সালের ৩রা মে।বিয়ের পর থেকেই আমি আমার পিতার বাসায় অবস্হান করছি। আমার স্বামী এবং এক কন্যা সন্তান সহ। আমার স্বামী এই দীর্ঘ সময়ে আমার এবং আমার সন্তানের দায়িত্ব গ্রহণ করেনি। আমার ভরন পোষন আমার পিতা করে আসছে। এতে করে দাম্পত্য কলহ হতেই থাকে এবং এর যের ধরে আমি বলি তুমি যখন দায়িত্ব নিবা না তাহলে আমাকে ছেড়ে দাও এবং এর প্রেক্ষিতে সে আমাকে অনেক বার ই বলে তোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। যা তোকে তালাক দিয়ে দিব। এবং তালাক ও বলছে। এখন এই অবস্থায় তার সাথে কি আমার বিবাহ বৈধ আছে ? নাকি আমাদের বিবাহ বাতিল হয়েছে।দয়া করে শরিয়ী সমাধান দিয়ে আমাকে এই ফেতনা থেকে বের হতে সাহায্য করবেন।

A :

Sorry, this entry is only available in Bengali.