Q : আসসালামু আলাইকুম হযরত আমার বোনকে তার স্বামী রাগের মাথায় তালাক দেয়। সে কথাটি আমাকে এই ভাবে বলে যে, “আইজকাই আমি আপনার বোইনেরে তালাক দিমু। এক তালাক, দুই তালাক, তিন তালাক, হইছে নাকি সবার সামনে কইতে হইবো।” এই মাসআলাটি ফরিদাবাদ মাদ্রাসায় পেশ করা হলে ফতোয়া বিভাগ থেকে তালাক হয়েছে বলে সাব্যস্ত করা হয়। আমরাও মাদ্রাসার ফাতওয়া মেনে নিয়েছি। তার কিছু দিন পর আমার বোনের জামাতা ও পরিবারের লোকজন আমার বোনকে বুঝিয়ে আমাদের ইচ্ছার বিরুদ্ধে তাকে তাদের বাড়িতে নিয়ে যায় এবং নতুন করে কাজী ডেকে বিয়ে পড়ায়। যদিও আমরা জানি তার এ বিয়ে হিল্লাহ ছাড়া সহীহ হবে না। কিন্তু আমার বোন এখন তার স্বামীর সাথে সংসার করছে। আমার বোন আমাকে প্রায়ই বলেন এর কোন সমাধান আছে কিনা। আমি এর কোন সমাধান দিতে পারি নাই। যদি আপনি কোন সমাধান দেন তবে কৃতজ্ঞ থাকবো। এখন আপনার কাছে এই ব্যাপারে কয়েকটি প্রশ্ন জানতে চাচ্ছি: ক) আমার বোন যদি তাওবা করে তবে ধরলাম পূর্বের সব গুনাহ মাফ হলো এখন সে আবার যখন তার স্বামীকে দেখা দিবে, তার সাথে একাকিত্ব সময় কাটাবে তখন কি পূনরায় গুনাহ হবে। অর্থ্যাৎ এটাকি এমন গুনাহ যা একজন বেগানা পুরুষের ব্যাপারে হয়? খ) এই গুনাহ এমন কোন তাওবা বা ফিতরা জাতীয় কিছু আছে কি যা দ্বারা মাফ হবে? গ) যদি মাফ না হয় তবে এখন আমার বোনের করণীয় কি? ঘ) হিল্লাহ ব্যাতিত এর কোন সমাধান আছে কি? কারণ আমার বোন হিল্লাহ দিতে চায় না। হুজুর অনুগ্রহ করে উত্তর দিবেন। আমার প্রশ্নটি এড়িয়ে যাবেন না। আল্লাহ তা’য়ালা আপনাকে উত্তম বদলা দিবেন। ইনশাআল্লাহ।

A :

Sorry, this entry is only available in Bengali.