Q : আসসালামু আলাইকুম হযরত আশা করি আল্লাহ দয়া ভালো আছেন।আপনাকে আমি দেখিনি তবে আপনার জন্য অন্তর থেকে দোয়া করি।আপনার এই ওয়েবসাইটের জন্য অনেক বেশী ফায়দা আসছে আমি সহ অনেক মুসলিম উম্মাহ আলহামদুলিল্লাহ।দোয়া করি আপনার জন্য।আপনি ও আমার জন্য দোয়া করবেন।হযরত আমার প্রশ্ন গুলো হলো:১/হযরত আমি সফর পথ হোক বা যে কোনো পথে তাসবীহ নিয়ে থাকি হাতে থাকে আদায় করি কিন্তু এতে কি রিয়া হচ্ছে?২/তাসবীহ দিয়ে কি সাওয়াব কম হবে হাতের আংগুল দিয়ে করার চেয়ে?৩/আমার মনে যে ওয়াসওয়াসা আসে রিয়া হয়ে যাচ্ছে কিনা না আমি তাসবীহ সাথে নিয়ে রাখবোনা,কিন্তু হযরত আমার তাসবীহ আল্লাহ স্মরণ করিয়ে দেয়,আর লম্বা তাসবীহ আমল সকাল-সন্ধ্যা বিশেষ তাসবীহ দিয়ে সহজ হয় করা আমি কি করবো?এই যে আপনাকে বলছি আমার কেমন লাগছে না জানি রিয়া হয়ে গেলো!ইসলাহ জন্য জবাব অপেক্ষা থাকলাম হযরত।জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন।

A :

Sorry, this entry is only available in Bengali.