Q : অামরা গতকাল রাত ৯.০০ টায় ইশার নামাজ পড়ে ঢাকার গাড়িতে উঠলাম সকাল ৮.০০ টায় গাড়ি ঢাকা পৌছে। জ্যাম এভয়েট করার জন্য টাংগাইল হয়ে ভিতরের নির্জন রাস্তা দিয়ে মানিকগঞ্জ দিয়ে গাড়ি ঢাকা অাসছিল। পথে ফজরের নামাজের জন্য গাড়ি দাড় করানোর কথা বললে ড্রাইভার নিরাপত্তার কথা বলে দাড়ায়নি। এনিয়ে একজনের সাথে ড্রাইভারের অনেক বাগিবতন্ডা হয় । অামি প্রায় ১২ বছর থেকে তায়াম্মুম করে গাড়িতে নামাজ পড়তে অভ্যস্ত। কিন্তু ঐ ব্যাক্তি রাজি হননি। বাগিবতন্ডায় সমস্ত যাত্রির ঘুম ভেংগে যায় এবং তাকে গাড়িতে নামাজ পড়তে বাধ্য করে। তবে সে তায়াম্মুম নাকরে ড্রাইভার খাবার পানি দিয়ে গাড়িতেই অযু করে গাড়ির ইঞ্জিন কভারে বসে নামায অাদায় করে। এটা কি সঠিক? বিস্তারিত জানালে উপকৃত হব।

A :

Sorry, this entry is only available in Bengali.