Q : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহভাই আমি খুব বড় একটা ব্যাপার নিয়ে চিন্তিত আছি,আপনার এই সাইটে যদিও স্বপ্নের ব্যাখ্যা দেন না কিন্তু এই ব্যাপার টা সবার কাছে বলাও সম্ভব না কারন এই ব্যাপারে সবার তো দূরে থাক খুব কম লোকেরই সঠিক জ্ঞান আছে।আমার কাছে মনে হচ্ছে আপনার কাছ থেকেই আমি আমার এই সমস্যার সঠিক সমাধান বা দিক নির্দেশনা পাব।বিগত ৪/৫ বছর আমি একই রকম স্বপ্ন দেখেছি ২/৩ বারের মত।কিন্তু গত ৮/৯ মাসে আমি প্রায় এই ধরনের স্বপ্ন বার বার দেখে যাচ্ছি,স্বপ্ন গুলো হচ্ছে আমি নামাজ পড়ার জন্য মসজিদে থাকি কিন্তু ইমাম সাহেব কোনো না কোনো ভুল করলে আমি নামাজ না পড়ে চলে আসি,মূলকথা আমি নামাজ পড়া অবস্থায় বা নামাজ শুরু করার পূর্ব মুহূর্তে কোনো না কোনো সমস্যা, বা ইমাম কর্তৃক ভুলের জন্য আমি নামাজ শেষ করতে পারছি না।এই রকম স্বপ্ন এখন আমি ঘন ঘন দেখছি।এরই মধ্যে আবার যোগ হয়েছে আমি একদিন দেখলাম আসরের নামাজ এর জন আমি ওযু করতে পারছি না পুকুর আমার সামনেই ছিল কিন্তু আমাকে কিছু লোক ওযু করতে দিচ্ছে না।তারপরে আবারো একদিন দেখলাম মাগরিব এর নামাজ এর জন্য আমি ওযু করতে পারছি না,যদিও পানি আমার কাছেই ছিল।এভাবে আমি হয়তো নামাজ পড়তে পারছি নাআর নয়তো ওযু করতে পারছি না।আমার এই ধরনের স্বপ্ন গুলার ব্যাখা কি হতে পারে????দয়া করে জানালে উপকৃত হবো।

A :

Sorry, this entry is only available in Bengali.