Q : অাসসালামু অালাইকুম। হযরত আমি আপনার ননদ ভাবীর দ্বন্দ প্রশ্নের উত্তর টি পেয়েছি। কিন্তু দুঃখের সর্বদাই আমি নিজে থেকে তাদের দুজনকে এই সংক্রান্ত অনেক হাদীস সাধ্য মত বলেছি, বুঝিয়েছি এবং ফাযায়েলে সাদাকাত এর দুনিয়া বিমুখী হাদীস গুলোও পড়ে শুনিয়েছি। কিন্তু গত কাল আমার স্ত্রী সহবাসের যরুরত হলে আমার স্ত্রীকে আমি আসতে বলি। যরুরত পূরা করার পর আমি কর্মস্থলে গেলে ফোনের মাধ্যমে জানতে পারি যে, আমার স্ত্রী ও আমার বোন প্রচন্ড মারামারি ও হাতাহাতি বাজিয়ে দিয়েছে। এমনকি একজন অন্য জনের শরীর থেকে রক্ত পর্যন্ত বের করে ফেলেছে। আমার শশুর আমার বোনের নামে মামলা করতে চেয়েছিলেন। আমি পরে বুঝিয়ে তাকে ও আমার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি না জানিয়ে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে আসতে বলায় যেমন আমার বোন রাগ করেছে তেমন আমার মা-বাবাও এটা পছন্দ করেন নি। এক্ষেত্রে আমর এখন করণীয় কি? আমি চাচ্ছি যে, বাড়ির এক পাশে আমার স্ত্রীকে দুটি রুম করে দিয়ে আলাদা করে দিতে। কিন্তু এতেও আমার মা-বাবা খুব একটা খুশি না। তাই বর্তমানে কোনটা করা বেশি উত্তম হবে?

A :

Sorry, this entry is only available in Bengali.