Q : আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন : আমার স্ত্রীকে বিবাহের সময় ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা মোহরানা নিধারণ করে বিবাহ কার্য সম্পাদন হয়। তখন স্বর্ণ বাবদ ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা লিখে দেয়া হয়। কিন্তু তাকে প্রায় ঐ সময়ের মূল্য হিসাবে ২৫০০০০/- টাকার স্বর্ণ দেয়া হয়েছিল। পরবর্তিতে যাকাত আদায়ের সুবিধার্থে তাকে ঐ স্বর্ণের পরিপূর্ণ মালিক করে দেয়া হয়। তাই তার থেকে পূনরায় ঐ স্বর্ণ তো চাইতে পারছিনা। যদি চাওয়া যায় তবে তাও জানাবেন। আর বেশ কিছু দিন যাবত আপনার সাইটি পড়ে বুঝতে পারছি যে, স্ত্রীর মোহর আদায় করা উচিত। কিন্তু আমি একজন সাধারণ মানুষ। একটি ছোট চাকুরী করি। বেতন ১৪০০০/- (চৌদ্দ হাজার) টাকা। কিন্তু আব্বা আম্মা সম্মতিতে ও স্ত্রী পক্ষের লোকের কথায় তিন লক্ষ টাকা মোহরানা দিয়ে ছিলাম। তখন তো বুঝি নাই। আর এত টাকা তো দুরের কথা আমার উপর কখনো যাকাত ই ফরজ হয় না। এখন কি করণীয় অনুগ্রহ করে জানাবেন। কারণ আমার ভয় হচ্ছে যদি এই বিষয়টি ঝুলন্ত অবস্থায় মৃত্যু আসে তবে হাসরের মাঠে স্ত্রীকে হয়তো জবাব ও সাওয়াব সবই দিয়ে নিজে জাহান্নামে যেতে হবে। অনুগ্রহ করে ইমাম আবু হানিফার (রঃ) এর মত অথ্যাৎ তিনি যেমন সব সময় সহজটা অনুসরণ করতেন ঠিক তেমনি করে সহজ পদ্ধতি ও পরামর্শ আশা করছি যাতে আমার মহরানা মাফ চাওয়া বা কোন পদ্ধতিতে দেয়ার দ্বারা মাফ হয়। যাযাকাল্লাহু খাইর।

A :

Sorry, this entry is only available in Bengali.