Q : হুজুর অামার সালাম নিবেন। আমি আপনার একজন ভক্ত। প্রায় সময় আপনার সাইটে ঢুকে আপনার দেয়া প্রশ্নত্তর গুলো পড়ি। এতে আমার অনেক ফায়দা হয়। যাযাকাল্লাহু খাইরান। এখন আমার একটি প্রশ্ন মনে উদয় হয়েছে। প্রশ্নটি হলো আমি আপনার সাইটে বিবাহ, স্ত্রী ছাড়া অন্য ভাবে খায়েশ পুরা ইত্যাদি অনেক মাসআলা পড়লাম এবং ‍বুঝতে পারলাম যে, বর্তমানে স্ত্রী ছাড়া অন্য উপায়ে পুরুষদের খায়েশ পুরা করার আর কোন পন্থা নেই। হুজুর আমিও চাকরি করি। তাই যদি একটি বুদ্ধি করি (ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমাদের এতটা দ্বীনের বুঝ নেই) যে, আমি আমার এক মেয়ে কলিককে বিবাহ করি এবং তাকে অল্প মোহর যা সাথে সাথে পরিশোধে করে দেই এবং তার সাথে থাকতে থাকি। যখন প্রয়োজন হবে বা অফিস পরিবর্তন হবে বা অন্য কোন সমস্যা হবে তখন তাকে তালাক দিয়ে দিলাম। এভাবে করা যাবে কি? যদি করা যায় তবে একে বারে যা না দিলেই নয় এরকম সর্বনিম্ম মোহর বর্তমানে কত হবে? উল্লেখ্য আমার এক কলিক অনেকটা রাজি আছে। কারণ সে আমাকে পছন্দ করে এবং আমার সাথে খায়েশ মিটাতে চায় কিন্তু গুনাহের ভয়ে পারছিনা। জানালে খুবই উপকৃত হব। অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

A :

Sorry, this entry is only available in Bengali.