Q : আস্সালামু আলাইকুম,১) যাকাত সম্পর্কে- আমাদের পরিবারের টাকা আমার আম্মুর কাছে দিয়ে দেই, পরিবারের খরচার পরেও ৭০,০০০/- টাকা আম্মুর কাছে জমা আছে। এখানে আমার এবং আমার আব্বুর টাকাও আছে। আলাদা আলাদা হিসাব করলে আমাদের কারোই নিসাব পরিমান টাকা হয় না। এমতাবস্থায় আমাদের কি যাকাত ফরজ হবে ? যাকাত যদি ফরজ হয়ও তো কার উপর হবে- আমার, বাবার, নাকি আম্মুর ? কোরবানীও কি ওয়াজিব হবে ?২) নামাজের মধ্যে বড় সুরা পড়ার সময় ভুলে এক দুই আয়াত গ্যাপ হয়ে যাওয়ার পর মনে পরলে সেক্ষেত্রে কি নামাজ নতুন ভাবে পড়তে হবে ?৩) নামাজের মধ্যে সুরা পড়ার সময় ভুলে এক সুরা থেকে অন্য সুরায় (সাদৃশ্যপূর্ন্ আয়াত হওয়ার কারণে) চলে গেলে সেক্ষেত্রে কি করনীয় ?৪) নামাজের মধ্যে বড় সুরা পড়ার সময় পরের আয়াত স্মরনে না আসলে কি করনীয় ?৫) মৃত ব্যক্তির চল্লিশার জন্য কেউ যদি দাওয়াত দেয়, তাহলে সেই দাওয়াতে যাওয়া এবং খাওয়া কি জায়েয ? মিলাদের তবারক খাওয়া যাবে ?৬) আর হিন্দুরা দাওয়াত দিলে যাওয়া ও খাওয়া যাবে কি ?

A :

Sorry, this entry is only available in Bengali.