Q : আসসালামু আলাইকুম। হযরত আমি আমার বাসায় সখের বশে প্রথমে ১ জোড়া সাদা ইদুর লালন পালন করতাম। এখন তা বাচ্চা দিয়ে 5 জোড়া হয়েছে। আমার প্রশ্ন এই সাদা ইদুর পালন যায়েজ কি? এগুলো বিক্রয় যায়েয কি? উল্লেখ্য এই ইদুর থাকলে বাইট্টা ইদুর সহ অন্যান্য ইদুর ঘরে থাকে না। কারণ এই ইদুর অন্য গুলোকে বিড়ালের মত আক্রমন করে এবং এই সাদা ইদুরের গন্ধ অন্য ইদুররা সহ্য করতে পারে না। এতে ইদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। আর এই সাদা ইদুর সাধারণত কোন রোগ ছড়ায় না এবং অহেতুক কোন কিছু নষ্ট করে না। নিয়মিত সামান্য খাবার-পানি দিলেই চলে। আর ইদুর গুলোও শান্ত স্বভাবের হওয়াতে কোন রকম ক্ষতি হয় না। এখন এ ব্যাপারে মাসআলা জানতে চাই।

A :

Sorry, this entry is only available in Bengali.