Q : আসসালামু আলাইকুম। হযরত আমার ছেলের বয়স তিন বছর দশ মাস। সে তার আম্মুর সাথে মাদ্রাসায় নিয়মিত যাওয়া আসা করে । কিন্তু এতদিন পড়ার কোন চাপ ছিলনা। কায়দা থেকে যতটুকু পারতো পড়তো। কিন্তু আজ সকালে হুজুর বললেন আমার ছেলেকে পড়ায় চাপ দিতে হবে। তাই ভর্তি করাতে। এখন আমি কি করবো। কারণ আমি সাধারণত জেনারেল লাইনে যতটুকু জানি যে, 5-6 বছরের নিচে বাচ্চাকে ভর্তি করালে মাথার ব্রেনে চাপ পড়ে। তাই ভয় পাচ্ছি। আবার দ্বিনী এলেমের ক্ষেত্রে বয়স কম হলে সমস্যা নাও হতে পারে। আমি বুঝতে পারছি না কি করবো। কারণ আমাদের বংশে কোন আলেম নেই। তাই আপনি যেহেতু অভিজ্ঞ তাই আপনার পরামর্শ একান্ত কাম্য।

A :

Sorry, this entry is only available in Bengali.