Q : আসসালামু আলাইকুম।হযরত আমার বোন আমাদের বাড়িতে এসে এক থেকে দুই সপ্তাহ বেড়ায়। কিন্তু পূর্বে আমার বোন যতবার আমাদের বাড়িতে এসেছে ততবার ই ঝগড়ার কারণে আমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে। কারণ আমার স্ত্রী ও আমার বোন কেউ কাউকে খুব একটা দেখতে পারে না। ঝগড়ায় কখনো আমার স্ত্রীর দোষ ছিলো আবার কখনো আমার বোনের। এ জন্য বর্তমানে নিয়ম হয়েছে যে, আমার বোন আসার কথা বললে আমার স্ত্রীকে আগেই বাপের বাড়িতে পাঠিয়ে দেই। এতে আমার স্ত্রী মনক্ষুন্ন হয় এবং আমারও এতদিন স্ত্রীকে ছাড়া থাকতে কষ্ট হয়, কখনো গুনাহ করার প্রতিও আগ্রহ জন্মে। উল্লেখ্য আমার স্ত্রী বাড়িতে অতিরিক্ত ঘর না থাকায় সেখানে গিয়ে জরুরত পূরন করা কঠিন হয়ে যায়। কিন্তু আমার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে যেমন আমার বোন খুশি হয় ঠিক তেমনি ভাবে যাতে ঝগড়া না হয় এ জন্য আমার আব্বা আম্মাও খুব খুশি হন। বরং তারা আমাকে এর প্রতি উৎসাহ প্রদান করেন। এখন আমার জন্য কি করা সঠিক এবং বেশি উত্তম হবে ? অনুগ্রহ করে সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন। আল্লাহ তা’য়ালা আপনার খেদমকে কবুল করুন, আমীন।

A :

Sorry, this entry is only available in Bengali.