Q : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:-১/তায়াম্মুম এর সহিহ পদ্ধতি কেমন?কোন বিধান পড়ে গেলে নিশ্চিত যে তাওয়াম্মুম করা হক আদায় হবে?পানি ছাড়া এটা করলে পবিত্র হয়ে যাবে?২/জামাতে ইমাম কে রুকুতে,সেজদাহ পেলে তাকবীর হাত বাধা কেমন হাত মিলিয়ে ছাড়বে নাকি সরাসরি হাত উঠিয়ে ছেড়ে রুকু সেজদাহ শরীক হবে?৩/তাসবী আমল অবস্থায় সফরে বা অফিস যাওয়ার পথে নিজে করছি,প্রায় মানুষ করছেনা গাফেল আছে?নিজের জন্য যদি খুশি হয় যে আল্লাহ শুকুর সবাই চলার পথে গাফেল থাকলে আমি আল্লাহ স্মরণে চলতে পারছি এটা কি গুনাহ হবে?এই যে অন্য কেউ করছেনা নিজে করছি নিজে ভালো ভাবা কিছু সময় জন্য?আসলে এটা ভালো লাগা থেকে শুকুর আদায় হিসেবে মনে আসে?এটা কি বেঠিক কিছু?অন্তরে ওয়াসওয়াসা আছে তাই বললাম!হযরত!

A :

Sorry, this entry is only available in Bengali.