Q : আসসালামু আলাইকুম। আপনি ইতিপূর্বে বলেছেন যেকোন সুদী ব্যাংকে জমানোর নিয়তে কারেন্ট একাউন্ট খোলা যাবে। ইসলামী ব্যাংকে ট্রেড লাইসেন্স ছাড়া খুলে দিতে চায়না তাই রূপালী ব্যাংকে একটি কারেন্ট একাউন্ট খুলতে গিয়েছিলাম। তারা আমাকে বলেছে খোলা যাবে কিন্তু আপনি চিন্তা করে দেখুন সেভিংস একাউন্ট খুললে যত টাকাই রাখুন চাজ একদম কম। আর কারেন্ট একাউন্ট খুললে আপনার খরচ অনেক বেশি। বিভিন্ন ধরনের চাজ কাটা হবে।একটা কারেন্ট একাউন্ট চালানো আর হাতি পোষা এক কথা। আপনি যদি ব্যবসায়ী হন ভবিষ্যতে লোন নিবেন অথবা আপনি ঠিকাদার হলে কারেন্ট একাউন্ট খুলতে পারেন। এছাড়া কেন কারেন্ট একাউন্ট খুলবেন।তারা আমাকে এসব বুঝাচ্ছে। প্রশ্ন(1): কারেন্ট একাউন্ট খুলে বৎসর শেষে কি টাকা কেটে আরও লোকসান হবে? (2) আপনার জানামতে কারেন্ট একাউন্টে কেমন খরচ কাটা হয়? (3) কামভাব নিয়ে মেয়েকে স্পশ করলে স্ত্রী হারাম হয়ে যায়- ছোট মেয়েতো পিতার কোলে আসতেই পারে, এক্ষেত্রে কিভাবে নিজেকে নিয়ন্ত্রন করা যাবে? দ্রুত উত্তর পেলে খুশি হব।

A :

Sorry, this entry is only available in Bengali.