Q : অাসসালামু অালাইকুম। হযরত অামি একটি ফিডমিলে চাকুরী করি। যেখানে মুরগির জন্য খাদ্য তৈরি করা হয়। খাদ্য তৈরীতে যে উপাদান দেয়া হয় তাতে মিট এন্ড বোন নামের একটি উপাদান মেশানো হয়। এই উপাদানটি সাধারণত বিদেশ থেকে আসে। স্যারদের কাছে এবং অন্যান্য দের কাছে শুনলাম এটি গরু, মহিষ, কুকুর, শুয়র থেকে শুরু করে প্রায় সকল প্রানীর জীবিত অথবা মৃত হাড়-গোর ও মাংস থেকে তৈরী হয়। অথ্যাৎ এসকল সমস্ত প্রানীর হাড়-মাংস গুড়া করে শুকিয়ে তৈরী হয়। যা মুরগির পুষ্টি ও প্রটিনের উপাদান হিসেবে ব্যবহিৃত হয়। হযরত আমার প্রশ্ন :১। মিট এন্ড বোন উপাদানটি কি পাক না নাপাক?২। যদি কোন কারণ বশত মিট এন্ড বোন শরিরে বা কাপড়ে লাগে তবে নামাজ হবে কি?৩। যদি মিট এন্ড বোন থেকে উৎপন্ন মুরগির খাদ্য শরিরে বা কাপড়ে লাগে তাহলে কি শরীর নাপাক হবে কি? এবং এ অবস্থায় নামাজ হবে?৪। কি পরিমান লাগলে তা মাফ হবে? ৫। অনেক সময় বাসায় মুরগি ও কবুতরকে মিলের তৈরী খাদ্য খাওয়ানোর জন্য নিয়ে যাই। এগুলো অনেক সময় ঘরে পড়ে এ ক্ষেত্রে যে জায়গায় পড়বে তা নাপাক হবে কি? সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি? জানালে খুব উপকৃত হব। যাযাকাল্লাহু খাইরান (আল্লাহ তা’য়ালা আপনাকে উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাত উভয় জাহানে দান করুন।) আমীন।

A :

Sorry, this entry is only available in Bengali.