প্রশ্ন : আস্‌সালামু আলাইকুম আমার ঘর থেকে ৫০০ গজ দূরে মসজিদ। কিন্তু কারণ বশতঃ ঘরে একা একা নামায পড়লে ইকামত দেয়ার প্রয়োজন আছে কিনা? সহীহ হাদীসের আলোকে জানতে চাই? ধন্যবাদ।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
একাকী নামায আদায়কারীর জন্য ইকামাত বলা মুস্তাহাব। হাদীস শরীফে আছে, একাকী নামায আদায়কারী যখন ইকামাত দিয়ে নামায আদায় করে তখন তার সাথে তার দুই ফেরেশতাও নামাযে দাড়িয়ে যায়।-মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং ১৯৫৫

অন্য হাদীসে আছে, একাকী নামায আদায়কারী যখন আযান ইকামাত দিয়ে নামায আদায় করে তখন আল্লাহ তাআলা (ফেরেশতাদের উদ্দেশ্য করে) বলেন তোমরা দেখ আমার বান্দা আযান ইকামাত দিয়ে নামায আদায় করেছে। সে আমাকে ভয় করে। আমি তাকে মাফ করে দিলাম এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১২০৫

Loading