প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরত নিম্নোক্ত প্রশ্নোত্তর (প্রশ্নঃ ১। অনেক আল্লাহর অলীরা বলেন যে, “মুমিনের কলব আল্লাহর আরশ” এটা কি কোরআন বা হাদীসে আছে? ২। নাকি আল্লাহর অলীর নিজের কথা? ৩। আর যদি অলীদের নিজেদের কথা হয় তাহলে তাতে বিশ্বাস করলে কোন সমস্যা হবে কি? উত্তরঃ ওয়া আলাইকুমুস সালাম ১+২+৩। এটি একটি জাল হাদীস। এর অর্থও সহীহ নয়।–কাশফুল খফা ২/১০০; আল মাউজূআত লিস সাগানী (শামেলা) ১/৫০) থেকে আমার প্রশ্ন হল চরমোনাইতে ইল্লাল্লহ এর যিকির করার সময় খেয়াল করতে বলা হয় যে, “আমার কলবে আল্লাহই আছে” এটা কেমন?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
“আমার কলবে আল্লাহই আছে” এর দ্বারা উদ্দেশ্য হল আমার দিলের মধ্যে শুধু আল্লাহ তাআলারই মহব্বত রয়েছে। ছুফিয়ানে কেরাম যিকিরের তালীম দেওয়ার সময় এমনটি বলে থাকেন। এতে দোষনীয় কিছু নেই। যেমন হাদীস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেন “তুমি এমনভাবে ইবাদাত করবে যেন তুমি আল্লাহকে দেখছ”। এখন বলুন দুনিয়াতে চর্মচক্ষু দ্বারা কি আল্লাহকে দেখা যায়? এটা ইবাদতে একটা ভাব তৈরি করার জন্য বলা হয়েছে। অনুরূপভাবে তাদের কথার দ্বারাও উদ্দেশ্য এটা। আল্লাহ তাআলাকে কোন স্থান বা কারো অন্তর কখনো বেষ্টন করতে পারে না। তবে কেউ যদি বাস্তবেই এমনটি মনে করে যে, তার অন্তর আল্লাহ তাআলাকে বেষ্টন করে রেখেছে তবে তো তা চরম গোমরাহী হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৫০

Loading