প্রশ্ন : Islami bank theke loan nia jodi building toiri kora hoy tahole ki ata jaez hobe?

উত্তর :

না, সূদের ভিত্তিতে লোন নিলে তা জায়েয হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা সূদ দেয় তাদেরকে লানত দিয়েছেন। তবে যদি তারা আপনার নিকট বাড়ি বানানোর সামগ্রী (যেমন রড, সিমেন্ট ইত্যাদি) দীর্ঘ মেয়াদী মাসিক কিস্তিতে বিক্রি করে তবে তা জায়েয। কিন্তু তাদের নিকট থেকে নগদ টাকা নিয়ে আপনি ক্রয় করলে তা জায়েয হবে না। বরং তাদের কোন প্রতিনিধি পণ্য কিনে এরপর আপনার নিকট তা বিক্রি করবে।

Loading