Q : আসসালামু’য়ালাইকুমহুজুর হুরমতে মুছাহারা সম্পর্কে জানার পর থেকে মায়ের পাশে দিয়ে যেতেও ভয় লাগে।একদিন আমার জ্বর আসে, তো সন্ধ্যায় আমি বিছানায় বসে আছি এমন সময় মা গায়ে হাত দিয়ে দেখতে আসে জ্বর এখন কেমন। তখন আমার হুরমতে মুছাহারার কথা মনে পড়ে যায়, এবং আমি বলতে থাকি মোটামুটি এমনটা যে , দেখা লাগবেনা জ্বর কমে গেছে, এভাবে বলে বলে বাঁধা দেওয়ার চেষ্টা করি এবং ভীষণ ভয় পেয়ে যাই, কিন্তু মা তবুও কপালে, হাতে এবং পায়ে (আমি দেখতে মানা করতে ছিলাম বলে দ্রুত কয়েক সেকেন্ডেই স্পর্শ সরিয়ে নিয়ে ছিল) হাত দিয়ে দেখে বলে জ্বর কমেনি পুরোপুরি। উক্ত সময় আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং ভাবতেছিলাম হায় হায় যদি শাহাওয়াত এসে যায় তবে তো সর্বনাশ।এ অবস্থায় মনে নানান বাজে চিন্তা ও আসতে থাকে যা বলা যায় ইচ্ছার বিরুদ্ধেই।তখন পুরুষাঙ্গের দিকে খেয়াল করেছিলাম, যতদুর মনে আছে লিঙ্গ পুরোপুরি দারায়নি আর নিস্তেজ অবস্থা থেকে কোন পরিবর্তন হয়েছিল কিনা তা সঠিকভাবে বলতে পারছিনা, একদিকে অন্তরে ভয়, চিন্তা তাছাড়া পুরুষাঙ্গ লুঙ্গির ভেতর ছিল এ অবস্থায় পুষাঙ্গের সঠিক অবস্থা বুঝতে পারিনি তবে নিস্তেজ অবস্থা থেকে কোন পরিবর্তন হলে হতেও পারে।এরপর রাতে মা আবার জ্বর দেখতে আসলে আমি বালিশ থেকে উঠে সরে যাই যেন স্পর্শ করতে না পারে।পরদিন সকালে ঘুম থেকে উঠার সময় মা আবার কপালে হাত দিয়ে দেখে জ্বর কমছে কিনা , এইসময় তেমন কোন অনুভূতি হয়েছিল বলে মনে পরছে না।তবে সন্ধ্যার ঘটনা টি সারাক্ষণ ভাবাচ্ছে, চিন্তা করতে করতে পাগল অবস্থা কিন্তু কোন সমাধান পাচ্ছিনা।হুজুর দয়া করে যদি একটু দ্রুত জানাতেন যে এই ক্ষেত্রে হুরমতে মুছাহারা সাব্যস্ত হয়ে গেছে কিনা? *অনুরোধ: অনুগ্রহ করে উত্তর টি gmail এ দিবেন এবং আমার প্রশ্ন টি আপনার ওয়েবসাইটে যোগ কইরেন না*

A :

Sorry, this entry is only available in Bengali.