প্রশ্ন : আমি জাহাজে চাকরি করি। এক এক সময় এক এক ঘাট এ যাই। কোনো ঘাট এ নির্দিষ্ট কোন সময় থাকি না, আমি কি কসর পড়ব? সুন্নত পড়বো কি না?

উত্তর :

আপনি যদি সফরের দুরুত্বে (৪৮মাইল বা ৭৭.২৪৬৪কিলোমিটার) ভ্রমন করেন তবে নামায কসর করবেন। উল্লেখিত দুরুত্বের কম হলে পূরো নামায পড়বেন। আর যদি জাহাজ কোন শহর বা উপশহরের কিনারায় ১৫দিন বা তদাপেক্ষা বেশী থাকার নিয়তে ভিড়ানো হয় তবে পূরো নামায পড়বেন। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯; বাদায়েউস সানায়ে ১/৯৮।

আর সুন্নাতের হুকুম হল ব্যস্ততা বা তাড়াহুড়ার সময় ফজরের সুন্নাত ব্যতীত অন্য সুন্নাত ছাড়তে পারবেন। আর কোন ব্যস্ততা না থাকলে সুন্নাত পড়ে নিবেন। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে সুন্নাত পড়তেন। -জামে তিরমিজী, হাদীস নং-৫৫১; আদ্দুররুল মুখতার ২/১৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯।

Loading