Q : আসসালামু আলাইকুম।। নিচের কোনো কথার মাধ্যমে কি তালাক পতিত হবে? অনেক টেনশনে আছি১.একদিন আমার হাসবেন্ড এর সাথে মেসেজ এ কথা বলার সময় আমি কিছু প্রশ্ন করি।কিন্তু ও ওই দিনগুলিতে ডিপ্রেশন এ ছিলো। তখন ও বলে মানুষ কেমন দেখছো আমি কেমন টেনশনে আছি আমি জানি। তোমার যদি মনে হয় তোমার লাইফ বেশি নস্ট হইয়া যাইতাছে তুমি তোমার মতো থাকতে পারো।তখন আমি বলছি আমি তো তোমারে ছাইড়া যাওয়ার কথা বলি নাই ভাবিও নাই।আমি একবার ও বলছি? তখন ও বলে এটার সমাধান ওইটাই।পরে আমি বলছি আমি গেলেগা তুমি খুশি হইবা? বলছে না। তারপর আবার জিজ্ঞাসা করছি আমারে ছাড়তে চাও তুমি মন থেকে বলো। বলছে না।(এখানে ও আমি যদি চাই তাহলে ওরে ছেড়ে যাইতে পারি এই উদ্দেশ্য কথাগুলো বলেছিলো)২.আমি মাঝেমাঝে বলতাম তোমার বাবা মা বিয়ের আগে তো এই রকম কিছু বলে নাই।এখন কোথাও যাইতে দেয় না বাচ্চা নিতে দেয় না।আরো অনেককিছু বলতাম।তখন ও মজা কইরা বলতো তাইলে যাওগা।আবার ২/১ দিন মজা করে বলছে দেখো ভালো কেউরে খুঁজে পাও নাকি।তখন আমি বলতাম বিয়ের পরে এইকথা বলো নাকি।আমি খুঁজবো কেন তুমিই খুজো। এই কথাগুলো কোনোদিন তালাকের নিয়ত করে বলে নাই।।৩. আরেকদিক সকালে আমার বাড়ির মানুষ আমাকে অনেক কিছু বলছে। তখন আমি রাগ কইরা ওরে মেসেজ দিয়া বলছি বাড়িতে থেকে তো এই এই কথা বলতাছে।আরো কিছু বইলা ওরে জিজ্ঞাসা করছি তুমি কি চাও। বলছে আমার কিছুই চাওয়ার নাই।পরে আমি প্রশ্ন করছি তাইলে আমারে ছাইড়া যাইতে বলো? তখন ও অভিমান কইরা বলছে যাও তোমার ইচ্ছা। পরে আবার জিজ্ঞাসা করছি আমার ইচ্ছা না তুমি বলো তুমি চাও আমি যাইগা।বলছে তোমার যেইটা ভালো লাগে ওইটাই করোওইদিন রাতেই আমার কথায় কস্ট পেয়ে ও বলে তুমি ছাইড়া দেও আমারে ভালো থাকবা। তোমার ফ্যামিলি ও এটাই চায়।আমি ইদানীং কেনায়া তালাক নিয়ে অনেক ওয়াসওসায় আছি।।তাই দয়া করে যদি বলতেন এইসব কথার মাধ্যমে কি কোনো সমস্যা হবে?

A :

Sorry, this entry is only available in Bengali.