প্রশ্ন : আসসালামু আলাইকুম, (ক) ভিক্ষা দেয়া কি জায়েয ? (খ) অনেকে বলে ভিক্ষুকদের ভিক্ষা করা তাদের পেশায় পরিনত হয়েছে তাই তাদেরকে ভিক্ষা দেয়া থেকে বিরত থাকতে হবে। তার কথা কি ঠিক ? (গ) আমি ভিক্ষা দিতে চাই না তবুও অনেকে বলে আল্লাহ ওয়াস্তে কিছু ভিক্ষা দেন। তখন না দিয়ে পারি না। এমন অবস্থায় কি করনীয়?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
(ক) হ্যাঁ, জায়েয।–সূরা মুনাফিকুন, আয়াত ১০; সহীহ মুসলিম, হাদীস নং ২৩৯৪।
(খ) যে প্রয়োজনের তাগিদে ভিক্ষা করে না বরং তার পেশায় পরিনত হয়েছে তাকে না দেওয়া চাই। ভিক্ষা চাওয়া তার জন্য জায়েয যার কাছে একদিন ও এক রাতের খোরাকী নেই।– সহীহ মুসলিম, হাদীস নং ২৪৫১; সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৬৩১; মুসনাদে আহমাদ, হাদীস নং ৪২০৭, ১৭৬২৫।
(গ) আল্লাহ্‌র ওয়াস্তে চাইলে আল্লাহ্‌ তাআলার নামের সন্মানের কারনে কিছু দিয়ে দেওয়াই মুনাসিব।- সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৬৭৪; মুসনাদে আহমাদ, হাদীস নং ১৭৩০; মিরকাতুল মাফাতীহ ৬/২৩১।

Loading