প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। ভোটের সময় সাময়িক সময়ের জন্য ভোটের প্রচারনার জন্য কি ছবির পোষ্টার টাঙানো জায়েয? ২। কিছু দিন আগে ঘটে যাওয়া তাবলীগের মারামারিতে আহত হওয়া লোক ও যাদের ফাসি চাওয়া হচ্ছে তাদের ছবিসহ পোষ্টার টাঙানো হচ্ছে এটা কি জায়েয হবে? যেহেতু আলেমরাই পোষ্টার করেছে! আর আলেমরা কি করেই বা এই (ছবি টাঙানো) হারাম কাজটা করলো তারা কি দুনিয়াদার আলেম, নাকি বিশেষ মুহুর্তে ছবি টাঙানো জায়েয আছে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। না, নাজায়েয।
২। না, জায়েয হবে না।
যারা করেছে এর জবাব তো তারাই দিতে পারবে। আর হক্কানী উলামায়ে কেরাম পোষ্টারিং করেছে এরই বা কি প্রমান?
সুত্রসমূহঃ সহীহুল বুখারী, হাদীস নং ৫৯৫০; সহীহ মুসলিম, হাদীস নং ৫৬৫৯

Loading