প্রশ্ন : আসসালামু আলাইকুম। হযরত আমার দুইটি প্রশ্ন আছে। যথাঃ ১। আমি এবং আমার স্ত্রী বাসায় একসাথে এক প্লেটে খাবার খাওয়া শুরু করেছি। আমরা যেখানে খাবার খাই সেখানে প্লাস্টিকের মাদুর বিছানো আছে অথবা খাবার সময় বিছিয়ে নেই। এখন এই মাদুরের উপর নতুন করে দস্তরখানা বিছানোর প্রয়োজন আছে কি? ২। আমি তাবলিগের এক সাথী ভাইয়ের কাছে শুনলাম নামাযে সিজদার সময় যদি দুই পায়ের আঙ্গুল মাটিতে না লেগে থাকে বরং উপরে থাকে তবে নামায ভঙ্গ হয়ে যায়। কথাটা কতটুকু সত্য? জানালে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। যদি তার উপরে আপনারাও বসে থাকেন তবে আলাদা কিছু বিছাতে হবে। উল্লেখ্য দস্তরখানা খুব পরিষ্কার রাখা চাই।
২। সিজদার কোন এক মুহূর্তে সামান্য সময়ের জন্য হলেও এক পায়ের কিছু অংশ জমিনে লেগে থাকা জরুরী। যদি পূরো সিজদায় উভয় পা জমিন থেকে পৃথক থাকে তবে সিজদা সহীহ না হওয়ার কারনে নামায সহীহ হবে না। আর যদি সামান্য সময়ের জন্য জমিন থেকে পৃথক হয়ে যায় এবং এরপরেই মিলিয়ে নেয় তবে নামায হয়ে গেলেও মাকরূহ হবে। কেননা সিজদায় পূরো সময় উভয় পা জমিনের সাথে মিলিয়ে রাখা সুন্নাতে মুআক্কাদা।–আদ্দুররুল মুখতার ১/৪৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫০৬

Loading